বিরোধী দল ছেড়ে প্রায় এক হাজার জন মহিলা কর্মী যোগদান করলেন কংগ্রেসে। শুক্রবার কালিয়াচক ২ নম্বর ব্লকের গ্রিন মার্কেট সংলগ্ন এলাকায় একটি সভাকক্ষে এই যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মহিলা প্রেসিডেন্ট শেফালী সরকার, পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের রাজ্য সহ সভাপতি আসিফ ইকবাল। কালিয়াচক দুই নম্বর ব্লকের কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট দুলাল শেখ, মালদা জেলা পরিষদ-এর জাতীয় কংগ্রেসের মেম্বার সায়েম চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা। মোথাবাড়ি ব্লকের নটি অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে প্রায় এক হাজার জন মহিলা কর্মী কংগ্রেসের যোগদান করে বলে কংগ্রেস সূত্রে জানা যায়।